Saturday, July 9, 2016

Google Adsense এর মাধ্যমে স্থায়ী ভাবে উপার্জন সম্ভব ।

Google Adsense বিখ্যাত একটি  সার্চ ইঞ্জিন যা Google এর একটি  program। যার মাধ্যমে উপার্জনের জন্য একটি ওয়েব সাইট অথবা একটি  ব্লগ  থাকতে হবে। ফ্রি ব্লগ অথবা ওয়েব সাইটের মাধ্যমেও Google Adsense ব্যবহার করে উপার্জন করা সম্ভব। এটি  বহুদিন আগে থেকেই সমগ্র বিশ্বে একটি নির্ভরযোগ্য ও দীর্ঘমেয়াদী উপার্জনের পদ্ধতি হিসাবে স্বীকৃত, ।  টাকা উপার্জনের জন্য অনেকেই নিজস্ব ওয়েবসাইট কিনে অথবা ফ্রি ওয়েবসাইটের মাধ্যমেব্যবহার করেছে Google Adsense ।
Google Adsense এর  সঠিকভাবে না বুঝার কারনে অনেকের  একাউন্ট বন্ধ হয়ে গিয়েছে বা ব্লক হয়ে গিয়েছে। কিন্তু   যারা সঠিকভাবে ব্যবহার করতে পেরেছে তারা কিন্তু ঠিকই উপার্জন করছে।
মূল বিষয় হচ্ছে, Google Adsense এর মাধ্যমে যে কোন ওয়েবসাইট ব্লগ  থেকে উপার্জন সম্ভব। 
শর্ত হচ্ছে, সাইটকে সবার মাঝে জনপ্রিয় করতে হবে। এসব সাইটে প্রচুর ভিজিটর ঢুকতে হবে, ভাল ভাল contents ,আর্টিকেল , থাকতে হবে। ভিজিটর  যাতে একবার সাইটে প্রবেশ করে পুনরায় প্রবেশ করার আগ্রহ থাকে এ ধরনের contents প্রতিনিয়ত আপডেট রাখতে হবে।
সাইটে ভিজিটর প্রবেশ করানো এবং তাদেরকে ধরে রাখতে পারলে ভিজিটরদের একটি অংশ স্বাভাবিকভাবেই Google এর বিজ্ঞাপনে ক্লিক করবে। মনে রাখতে হবে, যত বেশি ভিজিটর আপনার সাইটে থাকবে তত আপনার উপার্জনের পরিমান বৃদ্ধি পাবে। এবং এটা দিনে দিনে বাড়বে ।
আমি হিসাব করে দেখেছি যে  প্রতিদিন গড়ে ১০০০ ভিজিটর সাইটে প্রবেশ করলে গড়ে ১০%-১৫% ভিজিটর Google প্রদর্শিত বিজ্ঞাপনে ক্লিক করে। এতে গড়ে প্রতিদিন ১০-১৫ ডলার উপার্জন হবে। অর্থাৎ মাসে ৩০০-৪৫০ ডলার বা ২০০০০-৩০০০০০ টাকা উপার্জন করা সম্ভব শুধুমাত্র একটি মানসন্মত ওয়েব সাইট অথবা ব্লগ এর মাধ্যমে।  অনলাইন উপার্জনের এক বিশাল দ্বার উন্মোচিত হবে আপনার জন্য।
প্রয়োজন শুধু পরিশ্রম করার মানসিকতা।
 মনে রাখতে হবে, Google Adsense একটি দীর্ঘমেয়াদী ব্যবসা। এর পুঁজি হচ্ছে, আপনার ব্লগিং পরিকল্পনা ও সঠিকভাবে তার ব্যবহার।  সঠিকভাবে ব্লগিং করতে পারলে, পর্যাপ্ত ভিজিটর সাইটে প্রবেশ করাতে পারলে মাসে হাজার হাজার ডলার উপার্জন করা সম্ভব-এটা কল্পনা নয় ।
 একটা ভালমানের ব্লগ অথবা ওয়েবসাইট তৈরি করতে পারলে আর ভিজিটর বাড়ানোর সব কৌশল প্রয়োগ করতে পারলে আপনাকে পেছনে ফিরে তাকাতে হবে না। আপনি ঘুমিয়ে থাকবেন আর আপনার একাউন্টে ডলার জমতে থাকবে। সত্যি অসাধারণ
যারা Google Adsense ব্যবহার করে দীর্ঘমেয়াদী উপার্জন করতে চান তাদের জন্য নিচে কতিপয় গাইডলাইন প্রদত্ত হল।
১. যে ধরনের ব্লগিং সাইট করতে চান, তা ভেবে চিন্তে নির্বাচন করুন। অর্থাৎ যেসব সাইটে ভিজিটর বেশি প্রবেশ করে সে ধরনের সাইট তৈরি করুন।
২.সাধারণত শিক্ষামূলক  সাধারণ জ্ঞান, খেলাধুলা, স্বাস্থ্য সম্পর্কিত, ফিটনেস টিপস্, ইত্যাদি বিষয়ের সাইটে ভিজিটর বেশি হয়ে থাকে। 
৩. কখনোই কোন সাইটের contents কপি করে আপনার সাইটে পোস্ট করবেন না। 
৪. সাইট পরিপূর্ণভাবে তৈরি হলে ভিজিটর বাড়ানোর জন্য মনোযোগী হোন। 
এক্ষেত্রে Seo এর প্রাথমিক বিষয়গুলো প্রয়োগ করুন। 
৬. সবশেষে Google Adsense এর জন্য apply করুন।